মোহনপুর উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৪°২৯' এবং ২৪°৩৮' এর মধ্যে ৮৮°৩৪' এবং ৮৮°৪৩' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে মান্দা উপজেলা, পূর্বে দূগাপুর উপজেলা, দক্ষিণে পবা উপজেলা এবং পশ্চিমে তানোর উপজেলা।
মোহনপুর উপজেলা ১৯১৭ সালে থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। থানা প্রতিষ্ঠা লগ্নে অপরাধী দমন প্রজার শান্তি রক্ষাই ছিল থানা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ১৯৬২ সালে থানা উন্নয়ন কার্যক্রমের জড়িত হয় এবং T.T.D.C (Thana Training and Development Centre) প্রতিষ্ঠা হয়; যার প্রধান কর্মকর্তা ছিলেন Circle officer (Development)পরবর্তীতে প্রশাসনিক ধারাবাহিকতায় এ থানা ২৪/০৩/১৯৮৩ খ্রি তারিখে উপজেলায় উন্নীত হয়। এ উপজেলার পশ্চিমে তানোর উপজেলা, পুর্বে দূর্গাপুর উপজেলা, উত্তরে মান্দা উপজেলা এবং দক্ষিণে পবা উপজেলা অবস্থিত। উল্লেখ্য এ উপজেলার নাম করণের বিষয়ে সুস্পষ্ট কোন তথ্য পাোয়া য়ায় না। ধারণা করা হয় মোহনপুর নামক একটি মৌজার নাম থেকেই উপজেলার নাম করণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস