মোহনপুর উপজেলা রাজশাহী জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। এখানে অনেক জ্ঞানী গুনী লোক বাস করেন। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে মোহনপুর উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে।
সমন্বিত উদ্দ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত মোহনপুর গড়াই আমাদের সকলের লক্ষ্য।
সাবিহা ফাতেমাতুজ্-জোহ্রা
উপজেলা নির্বাহী অফিসার
মোহনপুর, রাজশাহী।
ফোনঃ ০৭২২৬-৫৬০০২
মোবাইলঃ ০১৭৩৩-০০৫০০০
ইমেইল : unomohanpur@mopa.gov.bd
ওয়েব : http://mohonpur.rajshahi.gov.bd
ফেইসবুক : www.facebook.com/unomohonpur1
লাইকপেজ : www.facebook.com/unomohonpur
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস