এই পৌরসভার নাম কেশরহাট পৌরসভা।যার আবস্থান রাজকশাহী জেলা শহর হতে ২৯ কিঃ মিঃ উত্তর দিকে রাজশাহী নওগাঁ মহাসড়কের পার্শে মোহনপুর, উপজেলা কেশর মোজায়।নাম করণ থেকে বুঝা যায় এটি একমাত্র হাট "কেশরহাট" এর নাম হাট কেন্দ্রিক পৌরসভা।ইহা গত ২০০২ সালের ২২শে ডিসেম্বর "গ" শ্রেনীর পৌরসভা নামে যাত্রা শুরু করে। বর্তমানে "খ" শ্রেনীতে উন্নীত হয়েছে। যদিও প্রশাসক দ্বারা পৌরকার্য পরিচালনা হয় কিন্তু তারপরে দুই দুইটি নির্বাচিত বর্তমান প্রতিনিধি দ্বারা ৩২ জন কর্মচারী নিয়ে পৌরকার্য পরিচালনা করা হচেছ। বর্তমানে এই পৌরসভা উন্নয়নশীল।