মোহনপুর কৃষি প্রধান উপজেলা। তবে এখানে শিল্প ও কলকারখানার মধ্যে জুট মিলস, কোল্ডস্টোরেজ, বরফকল, ইটের ভাটা, মাছের পোনা ফোটানো হ্যাচারি, আটাকল, স"মিল, ওয়েল্ডিং কারখানা ইত্যাদি রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ব্যবসা বাণিজ্যের বিস্তার লাভ করে বহুলাংশে। আর কৃষি ক্ষেত্রে প্রধানত পান, ধান, আলু সহ আরো অনেক সবজীর চাষ হয়ে থাকে। আর রাজধান ঢাকার সাথে যোগাযোগ ব্যাবস্থা ভালো হওয়ায় ব্যবসার সুযোগ রয়েছে অনেক।